কবিতাঃ- প্রেমের ছড়া -২
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১১/০৮/২০
””””””””””””””””””””””””””
এক হৃদয় প্রেম দেবো তোমায়
এক আকাশের ভালোবাসা
একটা বুকের যত প্রণয়
যত আছে স্বপ্ন আশা।।
অন্তরের ই গহীন থেকে
শিশির স্নাত পরশ দেবো
তোমার কোমল হৃদয়টা কে
আমার বুকে বেঁধে নেবো।।