চোখের শামিয়ানায়
আর এক জোড়া চোখ
তোমার চোখে তাকালে
থেমে যায় অক্ষি পলক।।

অগ্রাণের রাত, চাঁদ-সমুদ্র-গোলাপ
খেলে যায় চোখের ভেতর
সেই প্রজাপতি শরীর-মন মন্দির
ভেতরে কল্প ঈশ্বর।।

একমুঠো প্রেম যেন
রক্ত জবা হয়ে ফুটে,
অনায়াসে জল, মেঘ-বৃষ্টি
অন্তর্জালে নদী হয়ে ছুটে।।

উপরে কোমল ফুল ভিতরে গলগল আগুন,
জ্বলে ওঠে পূজারীর ধুপ.....
আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ালেই
আমি হয়ে উঠি প্রেমিক পুরুষ, নিশ্চুপ।।