কবিতাঃ- প্রেমের ছোঁয়া
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৬/০৮/২০
””””””””””””””””””””””””””
বাসন্তী রঙ শাড়ি পরা এক রূপসী
বুকের ভেতর ঢেউ তুলেছে প্রেমের ছোঁয়া
সোনার বরণ নিটল গড়ন মুখখানি তার
দেখলে লাগে হৃদয় জুড়ে হিমেল হাওয়া।।

শিউলি ফুলের গন্ধে ভরা গায়ের পথে
হলুদ শাড়ির আঁচল খানি ওড়ায় যখন
বুকের ভেতর ঝড় উঠে যায় অন্তবিহীন
তারে নিয়ে স্বপ্ন বুনে আমার এ মন।।

আসল কথা আমি যে তার প্রেমে মাতাল
বানজারা মন তাহার তরে, সে কি জানে?
বেখেয়ালি সেও তো দেখি আমায় নিয়ে
মনে মনে প্রেম নগরের স্বপ্ন বুনে।।