কবিতাঃ- প্রেমের মরা
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২৪/০৭/২০
””””””””””””””””””””””””””
প্রেমের মরা শুনেছি ডুবে না জলে
অথচ আমার
মাথার উপরে আজো
বিষাদের এক নদী বয়ে চলে।।
হৃদয়ের উঠোন ডুবে যায়
অশ্রু জলের বন্যায়
খেয়ালি প্রেমিক বুঝি
জলেতে ডুবেই জীবন হারায়?