প্রজাপতি তোমার স্বাধীনতা আজকে নির্বাসনে
নিষেধের আগুন তোমাকেই করেছে শুঁয়াপোকা
তোমার প্রেম মমতা বিচ্ছিন্ন আজ ক্ষুদ্র জীবে অনুরণনে
নিঃশব্দে ডেকেছ শকুন, নিজেই নিজেকে তুমি দিয়েছ ধোঁকা।।
জুয়াড়ি সেজে খেলেছ তুমি মৃত্যুর সাথেই জড়াজড়ি খেলা
উহানের বিষাক্ত কীট উড়িয়ে দিলে বিশ্বময় মৃত্যু বীজ ঠোঁটে
এখন নিজেই রুদ্ধ করে দিয়েছ সমস্ত আকাশ জানালা
তবু বিষাক্ত বাতাসে মৃত্যু কোষ ধরে আছো শূন্য করপুটে।।
অথচ তোমাকে স্বাধীনতা দিতেই বাগানে ফুটে ছিল স্বপ্ন ফুল
জানালা দিয়ে ছিল খুলে আকাশ নীলিমা, তুমি মনে রাখোনি
তোমাকে স্বাধীনতা দিতেই ছিঁড়ে গেল দারচিনির মুকুল
সমস্ত সবুজ পাতায় শুয়ে ছিল নক্ষত্রের আলো তুমি দেখনি।।
এখন ডানার ঘর্ষণে পরাজিত সমস্ত জোনাকির আলো
ধ্বংস কীটের আঘাতে শব্দহীন এ বিশ্ব, আনচান করে পরাণ পাখি
রাত্রির ভাঁজে ভাঁজেই জমে আছে মৃত্যুর পোকা নিকষ কালো
সমস্ত কীটেরা স্বাধীন; প্রজাপতি শুধু তুমিই স্বাধীন হবার বাকি।।