কবিতাঃ- পেন্ডুলাম
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১০/০৮/২০
””””””””””””””””””””””””””
বজ্র মেঘে ঢেকে আছে আকাশ
চশমার কাঁচ দিয়ে দেখি ধরণী
মৃত্যুর মিছিল, আহাজারি
বাতাসে কান পেতে শুনি।।

নিষ্প্রভ আলোক হীন মুখোশে
ঢেকে আছে পৃথিবীর মুখ
কৃষ্ণ গহ্বরের স্রোতে পুড়ে ছাই হয়
জল-জ্যোৎস্না, সূর্যালোক।।