ফিলিস্তিন! এক রক্তের সাগর,
এখানে ইসরাইলের লোলুপ জিব চেটেপুটে খায় রক্ত
এখানে নগ্ন হামলা হয় কদরের রাতে,
মসজিদে, মন্দিরে, গির্জায়,
রিফিউজি ক্যাম্পে, গণমাধ্যম অফিসে..
মৃত্যু এখানে ঘুরছে মাটিতে বাতাসে,
এখানে রাত গুলো ভয়ংকর..
দিনগুলো কবরের মতো অন্ধকার
এখানে বৃষ্টির মতো বর্ষণ নামে গোলাবারুদের
এখানে শুধু মৃত্যুর মিছিল
এখানে শিশুদের কান্না মুছে যায় রক্তের ছাপে
এখানে রাস্তায় পড়ে থাকে মুণ্ডুহীন লাশ
কাটা হাত-পা, কবন্ধ, ঝলসানো মুখ।।
এটা ফিলিস্তিন
এখানে নিসংসতা, ধ্বংসযজ্ঞ চলে নিত্য দিন।।