গত বৈশাখে যখন এক ঝড় এলো
পাখিটার অতি সোনালী স্বপ্নের নীড় ভেঙ্গে গেল..।
আলতো ঠোঁটে করে কুড়িয়ে আনা সেই
টুকরো-টুকরো, টুকরো-টুকরো ছন-
একসাথে করেই সাজিয়েছিল নিপুণ বুননে…..
এখন শুধুই পড়ে আছে তার সেই ভাঙা ঘর।।
মানুষের হৃদয়ও যেন পাখির নীড়ের মতো
টুকরো-টুকরো, টুকরো-টুকরো স্বপ্ন-
কুড়িয়ে এনে সাজায় একটা বিলাসী হৃদয়;
তারপর ঝড় আসলেই ভেঙে যায়
অস্পষ্ট করুণ শব্দে
অবিকল পাখিদের নীড়েরই মতো।।