অভিমানী মেয়ে এমন করে ব্যথা দিও না আর
হৃদয় জ্বলে যায় নীল আগুনে, হৃদপিন্ডে জমে ঘূণপোকা
একদিন দিয়েছিলে প্রেম, নীড়ের মতো বুকেই হাহাকার
আমি পরাজিত, তুমি কাল জয়ী হও, প্রেমে হও সাহসিকা।।
অভিমানী মেয়ে এমন করে ব্যথা দিও না আর
বুকের বা পাশে ছুপছুপ রক্ত, আহত আর্তনাদ বাতাসে
একদিন যেখানে সেফালি ফুটে ছিল
এখন সেখানে ভীষণ রক্তক্ষরণ;
বুকের রক্তে বেদনার আগুন জ্বলে
নীল রঙ জমে যায় আকাশে আকাশে।।
অভিমানী মেয়ে এমন করে ব্যথা দিও না আর
আমার প্রণয় ভরা খরস্রোতা নদীতে এখন
শিশির স্নাত রোদন…..
গৃহযুদ্ধ বুকেতে রোদ্দুরে হারিয়ে নির্মল জলের আকুতি
অন্তহীন নীলিমায় নীল দুঃখ উড়ে
অবিকল শিশিরেরই মতন।।।
অভিমানী মেয়ে এমন করে ব্যথা দিও না আর
একদিন তোমার যৌবন এর স্বাদ পেয়েছিল
জৈষ্ঠ্যের সন্ন্যাসী…….
এই মুগ্ধ প্রাণে ছড়িয়ে তোমার অপরূপ জ্যোতি
তুমি কালজয়ী হও, আজ আমি পরাজিত হয়ে
তোমাকেই ভালোবাসি।।