অভিমানী মেয়ে ঐ উড়ন্ত রোদ্দুরে তাকিয়ে দেখো
তোমার বিমুখতায় যুবকের হৃদয় আকাশ হয়ে যায়
সহাস্য বদনে জীবন বৃষ্টি তে ভেজাতে তোমাকে
এক মুঠো প্রেম দিয়ে হৃদয় আকাশ ভেঙ্গে শ্রাবণ নামায়।
যদিও প্রেম মিলনে মলিন হয় বিরহে হয় যে উজ্জ্বল
তবু কোমল কৈশোর থেকে করুন যৌবনে তোমাকে চেয়েছে
এই পথে একদিন তোমার পায়ের চিহ্নে পা ফেলে যুবক
প্রেমিক চোখে তুমুল উচ্ছ্বাসে তোমাকেই খুঁজেছে।।
তবু তুমি কেন দূরে-দূরে, দূরে-দূরে চলে যাও
হৃদয়ের কাছে এসে বলো নাকো একটি কথাও
অভিমানে বুঝি আরো দূরে সরে যাও
তাই রক্তাভ আকাশে যুবকের প্রেম রক্ত হয়েই ঝরে প্রাণের ব্যথা।।