পূর্ণিমার আগমনে প্লাবনে যেমন ভরে ওঠে নদী
সমস্ত পৃথিবী প্রেমের আলিঙ্গনে ভেসে যেতে থাকে
তেমনি উদাস এ হৃদয়ের মন্দিরে দেবীর মত
মন্ত্রমুগ্ধ হৃদয় চোখে দেখেছি তোমাকে।।
তারপর দিগন্তের ঐ শেষ প্রান্তরে দূরে আরো দূরে
সেই অভিমানী তুমি আমাকে একা ফেলে
মনে আছে সেই রাতে জোনাকির মতো জ্যোৎস্না ছিল
হৃদয়ের বাঁধন ছিঁড়ে তবুও তুমি চলে গেলে।।
এখন তুমি নেই ভাবতেই দুচোখের পাতা আসে ভিজে
হৃদয় অধরে হয় তীব্র রক্তক্ষরণ
তোমাকে ভেবেই বেমালুম নিজেকে যাই যেন ভুলে
তোমার স্পর্শ গুলি এখনো জাগায় শিহরণ।।
আজ তুমি নেই তবুও যে অনুভব করি তোমার ঘ্রাণ
মনে হয় বাতাসে তোমার উত্তরীয় উড়ে
প্রাঙ্গণ জুড়ে শিরিষের শাখায় কোকিল তবুও যেন
মনে হয় ডেকে যায় তোমার সুরে।।