অহংকার কেবল স্রষ্টার ই মানায়
মানুষের নয়,
মানুষ তো মিথ্যে অহংকারে কেবলই
ডেকে আনে শুধু পরাজয়, বিপর্যয়।।