তুমি পিতা, তুমি নেতা
তুমি ছয় দফা, শিকল ভাঙার গান
বাঙালির প্রথম মুক্তির পয়গাম;
হে পিতা জন্মদিনে তোমাকে জানাই সালাম।
তুমিই উনসত্তর, তুমি একাত্তর
তুমি ৭ই মার্চের ভাষণ
বাঙালির মুক্তির সংগ্রাম;
হে পিতা জন্মদিনে তোমাকে জানাই সালাম।
তুমি চির বীর, স্বাতন্ত্র্য দেদীপ্যমান
তুমি সাহসে-বিপ্লবে স্নেহ-মমতায়
বাঙালির স্বপ্নদ্রষ্টা একটিই নাম;
হে পিতা জন্মদিনে তোমাকে জানাই সালাম।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী তুমি
তুমি লাল-সবুজ পতাকা, তুমি বাংলাদেশ
হৃদয়ে-অস্তিত্বে চিরদিন বহমান;
হে পিতা জন্মদিনে লহ আমার বিনম্র সালাম।