শূন্যতা আজ আকাশ জুড়ে
ফিরে যাবার পথ নেই আর;
অথচ কথা ছিল মিলব একসাথে
সোনালী এক রোদ্দুরে, হলুদ দুপুরে.....
এখন সীমানাপ্রাচীরে শুধুই কাঁটাতার
চারদিকেই বিষন্ন জনতার কারাগার!
কবিতার হামাগুড়ি, শব্দের কান্নায়
সমস্ত বিষুবরেখায় দীর্ঘ শোক মিছিল..
চিত্র বদলে গেলে প্রেমিকা খুঁজে
এক ঝাক মরা চিল।।