নয়ন তোমায় দেখে না তবুও
হৃদয়ের চোখেতে দেখি
তুমি হারালে ঐ বিদর্ভ নগরে
তবু যে অপেক্ষায় স্বপ্ন আঁকি।।