একদিনেই সব হবে না জানি,
কিন্তু একদিন সব হবে!
জলরঙে আঁকা কোনো ছবি যেমন
ধীরে ধীরে নেয় তার আকার,
তেমনি জীবনের প্রতিটি অধ্যায়
ধৈর্যের রঙে মোড়া একেকটা ক্যানভাস।

বীজ যেমন মাটির বুকে জেগে থাকে,
অঙ্কুরিত হওয়ার প্রতীক্ষায়,
তেমনি স্বপ্নগুলোও অপেক্ষা করে
তার সঠিক সময়ের—
তারপর আকাশে ওঠা সূর্যের মতো
ধীরে ধীরে আলোর শিখায় ছড়ায় সফলতা।

তুমি দেখে নিও, একদিন তোমারও হবে!
একদিন ফুল ফুটবে, রঙিন হবে প্রান্তর,
বাতাসে ভাসবে সফলতার গন্ধ,
গলায় দেবে তোমার বিজয়ের মালা...

শুধু ধৈর্য টুকু ধরে রেখো প্রেরণার অনুভবে,
একদিনে নয়, একদিন সব হবে।