(কিছু দিন আগে সিলেটের এম.সি কলেজে দিন-দুপুরে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়।। আহা কি বর্বরতার সাক্ষী আমরা আজ!! আমার এই কবিতা ঐ ধর্ষিত নারীর জন্য সমবেদনা স্বরূপ উৎসর্গ করলাম।)

"""""""""""""""""""""""
উল্লসিত ধর্ষকের বিস্ফারিত চোখ
দাবানলে পুড়ে যাচ্ছে মোমায়িত নারী..
মাটি ছুঁয়ে আসা রক্তে ভিজে সভ্য যুগ
ক্ষমতার দাপটে ঈশ্বর কেউ দেখায় খবরদারি।।

পশুদের জিব্বায় নোনতা স্বাদ, ভ্রূণের পৃথিবী
কাক ভেজা দুপুরে স্বামীর চোখে ভয়াল আধার
শুধু চেয়ে চেয়ে দেখে,পশুদের হাতেই যে ক্ষমতার চাবি!
প্রতিবাদ, প্রতিবাদ তবুও তাণ্ডব চলছেই বারবার।।

রাতের বর্বরতার অন্ধ লিপি লিখে যায় চিল
আজব পৃথিবী! নেশা ঘোরে জ্বলে গুমট আগুন
কিছু দিন চলবে প্রতিবাদ, টকশো, মিছিল
তারপর আবার জন্মাবে অন্ধগলির আঁধারে নষ্ট ভ্রূণ।।