কবিতাঃ- নিষিদ্ধ প্রেম
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২৬/০৭/২০
””””””””””””””””””””””””””
উড়ন্ত প্রণয়ে জীবন হ্যাংওভার
নষ্ট প্রেম! সে তো স‍্যারিডন..
আমি জেনেশুনেও গলাধঃকরণ করি;
গণিকার কপালেই লেলিয়ে দেই প্রেমের আয়ু
তারপর সেই প্রেমিকার গোপন নৌকায় চড়ে
অনুভব করি কেমিস্ট্রির জারণ ক্রিয়া।।

ভেজা সন্ধ্যায় চিলেকোঠার রোদ নেমে গেলে
এফোঁড়-ওফোঁড় অন্ধকার
নিঃশব্দেই বেরিয়ে আসে নগ্ন গোলাপ
নকশীকাঁথা ফুলের ঘ্রাণে মাতাল হয় ভ্রমর,
তারপর আগ্নেয়গিরির অগ্নুৎপাত শেষ হলে
অন্ধকার চিলেকোঠায় পড়ে থাকে গণিকার দেহ;
তৃপ্তির হাসি হাসি হেসেই  
বাড়ির পথ ধরে নষ্ট প্রেমিক।।