নিশীথিনী,
জানি, রাত এখনো জেগে আছে তোমার চোখে,
তুমিও যে ঘুমোতে পারোনি...
তাই চুপিসারে এই শান্ত রাতের গভীরে,
বলে যাই, শোনো,

তোমাকে হারানোর পর, কী অদ্ভুত!
অজানা এক শূন্যতা ঘিরে আছে বুকে,
সুখ গুলোও উড়ে গেল অজানা শোকে।
তোমাকে হারাবার পর, কী আশ্চর্য !
কি জানি কোথায়, কথারাও হারালো,
রঙিন স্বপ্নগুলো কোথায় থমকে দাঁড়াল।

রাত গভীর হলে এখন
তোমার স্মৃতির পাশে এসে বসি,
স্নিগ্ধ চাঁদের আলোয় ভেজা জানালায়
দেখি কত কাছের অথচ কত দূরে তুমি -
নিশীথিনী,
হঠাৎ চোখে চুপিসারে নেমে আসে জল,
দেখি তুমি নেই,
রয়ে গেছে কেবল নিঃসঙ্গ হৃদয়ে অনল।