নীলান্তিকা
নিশীথের নক্ষত্রের আলোতে ডুবে গিয়েছিলো আমাদের প্রহর,
তোমার স্পর্শে মিশেছিলো দুধ-সাদা কুয়াশা আর করুণ মাধুরী।
আমরা হেঁটেছিলাম কত নিঃশব্দ রাতে,
আঁধারের মাঝে কিছু কথা ছিলো, কিছু চাওয়া।
তবু কোন কালে যেন পিছু হটে গিয়েছিলো পথ,
আমরা এক সাথে গড়তে পারিনি ঘরের আঙিনা।
যেভাবে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে বাতাসে,
তেমনই ছড়িয়ে পড়েছিল আমাদের বিভ্রান্তি,
আমাদের স্বপ্নগুলো যেন ছোট ছোট পতঙ্গের মতো পুড়ে গেছে
কোন এক অন্ধকারে।
যেন নদীর ঢেউ গুনে গুনে পরাজয় বুনে রাখে,
আমাদের প্রতিটি খণ্ডিত মুহূর্ত কেবল বয়ে নিয়ে যায়
নিঃশব্দতার দুঃখ।
জোনাকির মতো একটুকরো আলো খুঁজতে খুঁজতে
চলে গেছে কত নিথর রাত,
তোমার কাঁধে মাথা রেখে স্বপ্ন দেখার দিন,
আমাদের শহরের ফাঁকা রাস্তায় মিশে গেছে দীর্ঘশ্বাস।
তবু আকাশে উড়ে চলেছে কাক,
মাকড়সার জালে আটকানো সে স্মৃতির বাঁধন
ছিন্ন হলো না।
নীলান্তিকা
আমরা কেবল কাগজের মতো ভাসতে ভাসতে ডুবে যাই
বিচ্ছিন্ন হওয়ার তীরে...
আমাদের তবু এক সাথে পথ চলা হলো না,
আমাদের তবু এক সাথে জীবন গড়া না।
____________√√√___________