নীল সমুদ্রের তীরে এই ঝাউ বনে
আমি একা বসে আছি আনমনে
তুমি আসবে কি গো সখি
হৃদয়ের ই দরজা খুলে
এই সফেন সমুদ্র বেলায়?
তুমি এলে হৃদয় খানি মোর
হয়ে যেত সমুদ্রের মত চঞ্চল
বালুকা ময় তীরে আছরে পরতো বারবার
আমার প্রেমের সরোবর।।
তুমি এলে নোনা জলে
সমুদ্র স্নানে ই হতাম পাগল পারা
সিন্ধুর মতো উদার হৃদয় খানি
বিছিয়ে দিতাম তোমার হৃদয়ের পাশে..
তুমি আসবে কি গো সখি কোন অবকাশে?