নিজেকে হারিয়ে নিস্তব্ধতা থেকে আরো শূন্যতার কোলাহলে
ক্রমেই বয়স বাড়ে, নক্ষত্রের হওয়ায় মেঘের দুপুরে
প্রেমিক পাপী আমি, আষ্টেপৃষ্ঠে জড়াই তবু যেন মায়া জালে
ক্লান্ত হৃদয়ের আর্দ্রতা হারাই চোরাবালি' গোধূলি প্রান্তরে।।
বেলা ডুবে গেলে নদী আঁকি আমি নিজের ভেতর
ঝর্ণার সবুজ জলে সন্ধ্যাবেলা সাম্পান ভাসাই
পাখি শুধু উড়ে যেতে চায় নীড়ে; এক টুকরো উদাস ঘর
ওপারে ভাঙ্গা মন নিঃস্ব হয়; তবু ঘর সাজাই।।
স্বপ্ন বেঁচে কিনি আমি বেদনার জমি
জীবনের আয়নায় দেখতে তিলোত্তমার মুখ
দারচিনি পাতায় শেষ হয় তবুও বিকিকিনি
রুদ্ধ পথে ছিপ ফেলে বসে থাকে ঈগলের নখ।।
এক যাক সরীসৃপ ডানা ঝাপটায় শ্রান্ত বুকের বুননে
বেগুনি জাফরান ফুলেতে জমে নীল প্রেম ইতিহাস
কুরুক্ষেত্র হয় বুকের জংগম্ উপত্যকা' নীল অভিমানে
তবু নিজেকে ভেঙে গুঁড়িয়ে করি আমি নীল বেদনার চাষ।।