দুঃস্বপ্ন রাত বিভোর,
রোজ আমি মৃত্যুকে আমার বন্ধু ভেবে
চায়ের কাপে পান করি এক পেয়ালা রক্ত.....
আমার দেহ কেবলই রক্তশূন্যয় ভোগে;
রক্তের ঘ্রাণে আমার চারপাশে বনবন করে
ঘুরে বেড়ায় ক্ষুধার্ত মাছি।।
আজকাল চোখ বন্ধ করলেই
লুসিফারের শিষ্য আমাকে চিঠি লিখে
কটাক্ষ করে রক্তের দাবিতে।
চারদিকে এত রক্তের দাগ
চারদিকে এত হাহাকার!
প্রতিবাদ করতে গেলেই
রক্ত মিশে যায় রাস্তায়,
মেঘ থেকে অঝোরে ঝরে রক্তের বৃষ্টি
তবুও রক্তশূন্যতায় ভুগছে পৃথিবী....;
রক্ত কীটেরা এখন জেনে গেছে..
মানুষের চোখে এক ফোঁটা রক্ত থাকলেও
পৃথিবীর সব কালো রঙ সাদা হয়ে যাবে।।