কবিতাঃ- নারী-৩
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১৩/০৭/২০
””””””””””””””””””””””””””
নারী! বড় অদ্ভুত চির রহস্যময়ী
নারী! তোমাতে কেবলই মুগ্ধতা....
কখনো ছন্দময়ী কখনো উড়নচণ্ডী
আমি আজও পারিনি মিলাতে অংকেরই হিসাব;
নারী! তুমি কেমন যেন চাঁদের মত
ধরাছোঁয়া দুরূহ তবু অবাধ বিচরণ
সমস্ত পৃথিবীময়....
কখনো অদ্ভুত ছন্দে চক্রাকারে ঘুরে
কখনো হৃদয়ের প্রশান্তি এনে দেয়
প্রভাতেরই কোকিলা হয়ে।।