তুমি স্বপ্ন গুলো উড়িয়ে দিতে আকাশ নীলিমায়
আমি ঊড়াতাম সিগারেটের ছাই
তুমি বলতে স্বর্গ প্রেম খুঁজে নিতে দখিনা হাওয়ায়
আমি উদাস পুরুষ জ্বালাই দেশলাই।।
তুমি প্রেমের শব্দ ফোঁটাও গোলাপী রুমাল উড়িয়ে
আমি পকেটের খুঁজি নিয়ন্ত্রণ
তুমি অনন্ত হৃদয়ে নিলে প্রেম লতা জড়িয়ে
আমি সুপুরুষ করি লজ্জার উন্মোচন।।
তুমি সোহাগী প্রেমেতে নিবিড় বক্ষে ধরতে চেপে
হৃদ অন্ধ পুরুষ আমি বুঝিনি প্রেমের মানে
তোমার প্রেমের ঝড়েতে আমার পৃথিবী উঠত কেঁপে
তবুও আমি পুরুষ সেজেছি অকারণে।।
আজো যেন গো আমি সেই না পুরুষ না প্রেমিক
তাই ভালবাসি বলা হয়ে ওঠেনি
তোমায় ভালবেসে আমি হয়ত কবি হতে পারি
শুধু যে তোমার প্রেমিক হতে পারিনি।।