এই সকাল এই সোনালী আলো
এই সূর্য উদয়ের রক্তিম আকাশ
দ্বিধাহীন আমি একা নিঃসঙ্গ দাড়িয়ে,
একটা দুর্লভ স্নিগ্ধতা উড়ে আসে বাতাসে
তখন প্রাণ ভরে নিঃশ্বাসের পূর্ণতা পায়
আমার কাপালিক হৃদয়
এ যেন ফিনফিনে হাওয়ায় উড়ে আসা
আমার প্রেমিকার রুমালের ঘ্রাণ।
কী অসহ সুন্দর এই সকালের রূপ.....
স্বপ্নকে ছুঁয়ে দেখা, খুব কাছে
আমি অবগাহন করি, বেঁচে থাকার মানে;
আমি তো ভোরের পাখি নই!
তবু একটু আগে যে অচেনা পাখিটি
ডেকে উঠেছিল
সেও কিছু বলে গেল কানে কানে..
বিগত জন্মের স্মৃতিকে মুছে দিয়ে
হয়তো এই সকালে শুরু হবে নতুন স্বপ্নের,
হয়তো এই সকালে শুরু হবে নতুন দিনের।
কী অসহ সুন্দর এই সকালের রূপ.....