নীলকণ্ঠ অণুজীবের গুঞ্জরণে আজকে মৃত্যু তরঙ্গের অনুভব
আজ অন্ধকার মাইক্রোস্কোপে মানুষ দেখছে লাশের উৎসব;
ধূসর এই পৃথিবী আজ ক্ষুদ্র জীবের অধরে
অনন্তকালের কঠিন আধার আজ সমস্ত পৃথিবী জুড়ে।।
জন্ম তারকা'র ডাকে বারবার জীবন মৃত্যুর শব্দ শুনি
ইতিহাসে করুন কঠিন সে ছায়াপথের দিনে
মীমাংসা নাই জেনে আমিও মৃত্যুর প্রহর গুনি
পৃথিবীও বুঝে গেছে ঠাই নেই আর চির বিধাতার বিনে।।