ভুল ভেবে ভুল প্রেমে চলে গেছে বহু দিন
এখনো বোধ জাগেনি?
এখনও প্রেমে পড়ি; নির্বোধ প্রেমিক!
এখনো কাছে টানে মিথ্যে মায়া!
এই পাঁজরের কাঁচা মাংস খুবলে খুবলে খেল
প্রতারক পাখি...........
তবু বাইজী নাচের শব্দে আজও মন ব্যাকুল হয়;
মিথ্যে জাদু খেলা দেখে
নির্বোধ দর্শক যেমন হাততালি দেয়,
আমিও মিথ্যে মায়ার প্রেমে পড়ি
যদিও আমার সমস্ত শরীর জুড়ে
আজও জেগে থাকে দুঃখের প্রহরী;
আয়নার সামনে দাঁড়ালে ভেসে ওঠে বীভৎস মুখ
তবু আজো আমি বারবার প্রেমে পড়ি; নির্বোধ প্রেমিক!
অপ্রেম ও দূষণে ভরে গেছে পৃথিবী;
তবু মাঝে মাঝে শিকার থেকে শিকারি হওয়া ভালো
মানুষ যেমন মরে গেলে লাশ হয়
প্রেমিক মরলে হয় দুর্ধর্ষ প্রেমিক।।