স্বপ্ন বন্দী বুক পকেটে
মধ্যবিত্তের বারান্দায়
বৃথা যেমন উই পোকারা
আলোর খোঁজে উড়তে চায়।।

মধ্যবিত্তের ঘোড়া রোগে
স্বপ্ন দেখে চক্ষু বুজে
উড়তে গেলেই ডানায় আগুন
মুখ ঢেকে যায় রক্ত পুঁজে।।