ইদানীং হৃদয় মন্দিরে বৃষ্টিতে ভিজতে চায়
একটা কাপালিক রমণী, যুদ্ধ রত নারী
অবিসংবাদিত হৃদয়ের ধর্ম না জানা একটা মেয়ে
অন্ধকার ভেদ করে টুক করে ঢুকে গেল
একটা প্রজাপতির মতো পরিশ্রমী মৌ-পাখি
গল্পের লাল নীল পরী, সহস্র মৌমাছির দল
প্রেমের ব্যঞ্জক ভেজা চোখ, পিপাসিত ঠোঁট
আলুলায়িত চুলের গন্ধ, ওয়াইনের নেশা
গহীন শাড়ির ভাঁজে অজস্র গোলাপ।।
কে এই রমণী...!
আমি আটকাতে চেয়েছি বহুবার তবুও
অবচেতনে পান করছে আমার দুঃখ
আমার হৃদয়ে থাকা সবটুকু বিষ;
আমি নিয়ম ভেঙেই একটু একটু করে লিখে যাচ্ছি ভালোবাসার প্রটোকল...
হঠাৎ গভীর ঘুম ভেঙে গেল
বাহিরে ভোরের ফাল্গুনী হাওয়ায় কুহু কুহু রবে
মাতিয়ে তুলছে কয়েকটা কোকিল।।