আমি এক ক্লান্ত বিষন্নতা নিয়ে হাঁটতে হাঁটতে
অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছি হায়!
চারদিকে সবাই বিষন্ন
বিষন্নতায় যেন গ্রাস করেছে সমস্ত পৃথিবী
মাছেদের চোখে বিষন্নতা,
গাছেদের বুকে বিষন্নতা,
ফুল-পাখি, আকাশ-নীলিমা
সবাই আজ বিষন্ন, ভীষণ বিষন্ন।
প্রেমের বিষন্নতা নিয়ে
প্রেমিক চলে যাচ্ছে গণিকালয়ে
রাজ্যের বিষন্নতা নিয়ে
রাজা চলে যাচ্ছে অন্ধ কুঠরিতে
সংসারের বিষন্নতা নিয়ে
গৃহিণীর পাশ বালিশে শুয়ে আছে অদৃশ্য বিষণ্ণতা
কলমের বিষন্নতা নিয়ে
কবির বিষন্ন মুখ ভেসে উঠছে কাব্যের আয়নায়;
এ কেমন পৃথিবী? বিষন্নতার মন খারাপ নিয়ে
সমস্ত প্রান্তরে, পথে-ঘাটে, হাটে-মাঠে
একটু একটু করে জড়ো হচ্ছে বিষন্নতার বিষন্ন মিছিল...
নানান বাঁকের নানা পটে
বিষন্নতা আজ ঘাটে ঘাটে।