অনামিকা, জানো!
যে শহরে বৃষ্টি পড়ে
সে শহরে আজো স্মৃতির ডিনামাইট
পুড়িয়ে দেয় আমার শরতের নীলাকাশ।
যে গাছের নিচে জোনাকির মতই আলো জ্বালাতে!
সে গাছ আজ এ শহরের হ্যালোজিন।
অথচ আমি আজও অগোছালোই থেকে গেলাম!
আলমারির ভেতর তুলে রাখা আমার একান্ত
যাযাবর স্মৃতি গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাকে,
আমি ঘুরি ফিরি মেষ পালকের বেশে
নদী ভাঙ্গে, নদীর ভাঙ্গন শুনি
আঁতকে ওঠা পাখির কান্না শুনি...
একে একে ভেঙে পড়ে ঝরাপাতা, কাচের গেলাস-
গাণিতিক কোমল সংসার;
জ্যোৎস্না ভরা প্রেমিকার মধু চাক যৌবন,
আমি আলু-থালু বসে থাকি অরণ্যের অন্ধকারে.....
তবে বুঝি আমি আর ভ্রমর নই, প্রেমিক নই, কবি নই!
অবশেষে জেনে গেছি আমার আত্মার আরেক নাম বিষাদগ্রস্ত ফুল।।