মায়াবতী,
আমি জানি!
তুমি পৃথিবী কে ভাগ করতে পারো আমার জন্য
নিজেকে ভেঙ্গে গুড়িয়ে দিতে পারো
অথবা পান করতে পারো অনায়াসে
হৃদয়ের মাঝখান থেকে নেমে আসা বিষ।।
মায়াবতী,
তোমার এই আবেগ, তোমার এ প্রেম
আমাকে ফিরে আসতে বাধ্য করে বারবার
তোমার ই কাছে।
আমি তাই বিয়ারের ফেনার মতন
মাঝে মাঝেই উপচে পড়ি তোমার ই প্রেমে,
তোমার ভালবাসায় মুগ্ধ হয়ে নত হয়ে যাই-
পরাজয় মেনে নেই
কখনো স্বেচ্ছায়, কখনও অনিচ্ছায়।।