মায়াবতী,
তোমার আমার এই দীর্ঘ গল্পের জীবন,
ফিরে ফিরে মিলে যায় একই সরল রেখায়.....
সিলিকন ফ্রেমে বন্দী
ডাল-ভাত সংসার, বসন্ত আকাশ
অবকাশ...
এর চেয়ে বেশি প্রেম শিখিনি আমি।।