মায়াবতী, শ্রাবণ ধারায় আর ভিজিও না চোখ
আমি প্রেম শিখে গেছি, এবার একটা কিছু হোক
দেখো এসেছি ফিরে, তোমার অনুভূতির গোপন ঘরে
তুমি নিজেও জানো, এই যান্ত্রিক নগরে..
কী ভীষণ বিরল প্রেমের স্বরলিপি
খুব যত্নে সময় নেই ছুঁয়ে যাওয়ার, আমি প্রেমপাপি
মায়াবতী, কি ভাবছো সারাটি সন্ধ্যা ধরে
কিসের এত অভিমান জমা অন্তরে?
চলো আজ বৃষ্টি দেখবো, সারাটি রাত
বিষম বৃষ্টি, ঝড়ের ঝাপটায় জড়িয়ে দু'হাত
এই এলোমেলো হাওয়ায় এই ভেজা জ্যোৎস্নায়
অভিমানের ভার মুখ তোমাকে কি মানায়?
এই মায়াবী আঁধার, তোমারই রূপালী শরীর
প্রেমের গরল পানে আমি আজ বিষম অধীর-
হয়ে আছি; তুমি খুলে নাও
আমার ভেতরে বাহিরে প্রেমের আগুন জ্বালাও।।