কবিতাঃ- মাতাল-২
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২২/০৭/২০
””””””””””””””””””””””””””
হৃদয় আজ জ্যোৎস্নায় হয়েছে মাতাল
প্রকাশ্য দিবালোকেই দেখি
আবছায়ায় ভৌতিক বাড়ি,
মৃদঙ্গ নুপুর বাজিয়ে হৃদয় জুড়ে
যেন নেচে ওঠে খেয়ালি একটা নারী।।