মানুষ যা পারেনি, পেরেছে করোনা
যুদ্ধ বিহীন আজকে এই পৃথিবীর রাজপথ,
বিশ্ব জোড়া আজকে ভাই একাত্ম হওয়ার
হাতে হাতে যেন সব নিয়েছে শপথ।।

করোনা তুমি পেরেছ আজকে
জাগাতে যে মানবতার মায়া,
আগুনে পুড়ে যেমন লোহা হয় খাটি
পৃথিবীতে দেখছি সেই রুদ্র প্রতিচ্ছায়া।।