আমি বরাবর প্রেমিক ই ছিলাম
মাঝে মাঝে মানুষ হয়ে যাই!
মানুষ হয়ে গেলে কিলবিল করে বেড়ে ওঠে
নষ্ট চারাগাছ, ইশারায় স্পন্দনে জেগে উঠে
বিনষ্টের বোধ, দাঁতাল ব্যাঘ্রের মত হুংকার
ছেড়ে ছেড়ে শ্মশানের অবতলে
অন্ধকারে হারায় প্রেমিক হৃদয়।।
আমি বরাবর প্রেমিক ই ছিলাম
মাঝে মাঝে পুরুষ হয়ে যাই!
পুরুষ হয়ে গেলে গন্ধম ফলের নেশায়
কামাতুর কীট জেগে ওঠে,
যৌনতার নেশায় নিকৃষ্ট প্রেমে
অশ্লীল হয়ে যাই নিমগ্ন প্রেমিক।।
আমি বরাবর প্রেমিক ই ছিলাম
মাঝে মাঝে কবি হয়ে যাই!
কবি হয়ে গেলে তলদেশে জমে অশ্রু ও আগুন,
ক্রমে ক্রমে নোনা ও দগ্ধ স্মৃতিপুঞ্জ
প্রতিভাত হয়; কবি হৃদয়ের যন্ত্রণার কালি
ছড়িয়ে যায় পৃষ্ঠার পর পৃষ্ঠায়...
পচা শামুকের গল্প শোনায় কল্পিত ঈশ্বর।।