ততটা ভালবাসি তোমায়
যতখানি ভালবাসলে নিজেকে ভুলে থাকা যায়..
যতখানি ভালোবেসে সর্বহারা
কেবল একটি স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচার আশায়।।
ততটা ভালোবাসি তোমায়
যতখানি ভালবাসলে মৃত্যুকে অনায়াসে মেনে নেয়া যায়..
শত আঘাতে ঝাপসা চোখের সব আবেগ লুকিয়ে হাসতে শেখা যায়,
যতখানি আবেগ জমানাে থাকে বলতে না পারা মনের চুপকথায়।।
ততটা ভালোবাসি তোমায়
যতখানি ভালোবেসে চাতক বৃষ্টির অপেক্ষায় থাকে..
কিংবা যতখানি মমতায় ঝিনুক মুক্ত কে
হৃদয়ে লুকিয়ে রাখে।।