আহত দু'চোখে, কেন যেন তাকে
অতিদূর মহুয়ার বনের নায়িকা মনে হয়,
খোলা এলোমেলো চুল
বড় ফ্রেমের চশমা
কপালে একটা নীল টিপ;
অতি সাধারণ.....
তবু যেন তাকে
অসাধারণ ভাবতে, ভাবতে, ভাবতে, ভাবতে,
যুক্তি এবং বাস্তবতার ওপারে
একটা নিষ্পাপ শিশুর মত দাঁড়িয়ে থাকে ভালোবাসা।।