সময়ের বুকে এখন বড্ড অসময়ের চোরা স্রোত
আমাদের আটপৌরে প্রেম
টুকিটাকি খুনসুটি
সময়ের স্রোতে আজ বড্ড বেমানান।।
সময় এখন ভেসে যাওয়ার
অত্যাধুনিক টইটম্বুর স্রোতে;
এই নাও শতাব্দীর উগ্র পারফিউম
শরীরে এঁকে নাও নগ্নতার মানচিত্র
খুলে দাও যত ব্যবধান, রুগ্ন প্রেম
আগুন জ্বালাও শরীরে পাতালে
খুলে দাও কোমরের কোমল সারস।।
ভেঙে দাও আমাদের প্রেমের সেচ প্রকল্পে
বহু ব্যয়ে নির্মিত অকার্যকর বাঁধ
ভালোবাসা এখন নৃশংস অপরাধ।।