হেরে গেছো তাতে ক্ষতি নেই!
এখনও তো হাজার সম্ভাবনা আছে
এখনও সূর্যাস্তের অনেকটা বাকি;
ভুল পথ নিয়ে গেছে ভুল সিন্ধু পারে
ভুল প্রেমে নেমেছে ছায়া হৃদয় জুড়ে?
তবু চেয়ে দেখো ওই দূরে উড়ছে আলোর পাখি।
পিছিয়ে পড়া মানেই থেমে যাওয়া নয়!
হোঁচট খাওয়া মানেই নতুন পথের দিশা
এক দরজা বন্ধ মানেই হাজার দুয়ার খোলা
সন্ধ্যার শেষেও চাঁদের আলোয় কাটে অমানিশা।
হেরে যাওয়া মানে সব শেষ নয়!
হেরে যাওয়া মানে একটুকু থেমে
নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আর একটু প্রশ্রয়!
বলো, পরিতাপ নিয়ে বেঁচে থাকা কেন তবে আর?
হতাশা কে দূরে ঠেলে যাও হে এগিয়ে
সামনে এগিয়ে যাওয়া মানে, একদিন জয় নিশ্চিত তোমার।
কপিরাইট©অবিরুদ্ধ মাহমুদ