এই যে আমি একলা পাখি
একলা একা জেগে থাকি
রাত-বিরাতে সুখের স্বপন
পুড়ে ছাই হয় খড়ের মতন।।

তোমার জন্য কেঁদে ভাসাই গহীন রাতে
একলা একা ঘুম আসেনা যন্ত্রণাতে
তবুও আমি তোমার কাছেই ফিরে আসি
কয়লা হয়ে পুড়তেই যেন ভালোবাসি!