বয়ে চলা যাদুকাটা নদীর মতোই
জীবনও এক বহমান নদী.....,

ছোপ ছোপ পাল তোলা নৌকা
উন্মাদ সন্ধ্যা হাওয়ায়
বহু দূর বহু দূর দিগন্ত রেখায়
যে নৌকাটি হারালো আজ!
সে কি ফিরবে কোনদিন জ্বালিয়ে সন্ধ্যার বাতি?

জীবন তো বহমান নদী.....
শুধু স্মৃতিগুলো পড়ে থাকে;
যে গেছে সে যাক!
তবুও তো জীবন থাকে না থেমে
কোন অজানা পথের বাঁকে।।