তোমাকে চলে যেতে দিলে
নির্বাসনে চলে যাবে সমস্ত পৃথিবী,
সূর্যটা খণ্ড বিখন্ড হয়ে ছিটকে যাবে মহাশূন্যে...
চাঁদ তার চোখের সমস্ত রক্ত ঝরিয়ে হেলতে হেলতে চলে যাবে আত্মহননের পথে,
সমস্ত নক্ষত্র মালায় বেজে উঠবে যুদ্ধের দামামা
পৃথিবীর সব পাখিরা ঠুকরে ঠুকরে খাবে তাদের প্রেমিকের বুক
সমস্ত ফুলেরা পাপড়ি ঝরিয়ে জঞ্জালে ভাসিয়ে দেবে অর্ধেক পৃথিবী
মরুভূমি গুলো ঝড়ের ভীষণ তাণ্ডব চালাবে ক্ষণে ক্ষণে
সমস্ত পাহাড় গুলো ভেঙ্গে ভেঙ্গে সমতল হবে
সমস্ত নদী গুলো হবে খাঁ খাঁ বিরান
মহাসাগর গুলো ঢকঢক করে গিলে খাবে পৃথিবীর সমস্ত প্রেমিকের রক্ত।।
তার চেয়ে তুমি থেকে যাও!
থেকে যাও, এই অরণ্য ঘেরা শহরে;
তুমি থেকে গেলে
পিচ ঢালা পথের শেষে নামহীন বনফুল গুলো
অনুভবের উঞ্ছ স্রোতে ভালোবাসা ঢেলে দেবে
প্রতিনিয়ত তোমার হৃদয়ের কোটরে।।