এই সব পাতাঝরা স্নিগ্ধ বিকেলে
আমি ফিরে যাই
খেয়ালের খেলা ঘরে স্মৃতিতে হারাই,
সেই সব অবারিত সবুজের মাঠে
নিবিড় ছায়ায় ঘেরা পুকুরের ঘাটে
সারি সারি আম্র কানন, রুপালি মাছের ঘের;
দখিনা বাতাস খেলা করে যায়
আমনের ক্ষেতে, সোনালী ধানের সবুজ পাতায়....
উদাসী পথিক আমি কেবলি হারাই
অবলীলায় জোছনায় যেন মিশে যাই
সেই সব কোলাহলে
এক ঝাঁক জোনাকির দলে
যেখানে পড়ে আছে আমার নাড়ী,
রাতদিন শব্দহীন, নির্জন আরো দূরের তেপান্তরে....
আজও আমায় ডেকে যায়
সেইসব রাখালের সুর
নারিকেল পাতার বাঁশি,
মুগ্ধ ঝরা ফসলের গান
আমার শৈশবে ফেলে আসা নদীটির কলতান।।