ইদানীং আমি বড্ড বেশি উন্মাদ হয়ে যাচ্ছি!
ক লিখতে গেলে কতগুলো কবরের লাশ
চিৎকার দিয়ে উঠছে,
কতগুলো করোনা ভাইরাস এসেই
লাশ গুলোর মাথায় কবুতর ভেজে খাচ্ছে।।
ইদানীং আমি বড্ড বেশি উন্মাদ হয়ে যাচ্ছি!
খ অক্ষর টি লিখতে গেলে খবরের পাতা জুড়ে
কতগুলো খরগোশ এসে
আমার সাধের গাজরের ক্ষেত
দুমড়ে-মুচড়ে দিয়ে যাচ্ছে,
মাঝে মাঝে কয়েকটা খরগোশ এসে
আমার দিকে তাকিয়ে-তাকিয়ে খিস্তি কাটছে।।
ইদানীং আমি বড্ড বেশি উন্মাদ হয়ে যাচ্ছি!
প্রেমের কবিতা লিখতে গেলেই দেখি
কতগুলো ষোড়শী বালিকা এসে
খিলখিল করে হেসে যাচ্ছে,
হেসে যাচ্ছে তো অবিরত হেসেই যাচ্ছে।।
ইদানীং আমি বড্ড বেশি উন্মাদ হয়ে যাচ্ছি!
বিদ্রোহী কবিতা লিখতে গেলেই দেখি
কতগুলো বিপ্লবী এসে বলছে:
কমরেডস লাল সালাম;
আবার পেছন থেকে কতগুলো আমলা এসেই
আমাকে কালো কাপড়ে মুখ ঢেকে দিয়ে
টেনে হিঁচ্ড়ে নিয়ে যাচ্ছে অন্ধকূপের দিকে....;