যখন নিস্তব্ধ নিশুতি রাতে নরম বিছানায়
আমাতেই মিশে যায় তোমার শরীর...
টিনের চালে বৃষ্টির শব্দের মতন
তোমার হৃদয় থেকে ঝরে পড়ে
অজস্র গোলাপ আমার বুকের কাছে..
নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যেতে যেতে
ঠোঁটের ঠিকানা খুঁজে নেয় ঠোঁট,
তখন দৃশ্যের ভেতর নিরন্তর
উড়ে আসে যৌবন কস্তুরীর ঘ্রাণ;  

আমি অসহ্য মাতাল.....
তোমার অনন্ত যৌবন যৌগিক শরীর পাতালে
হেঁটে হেঁটে বহুকাল
আমি ভুলে যাই সংযমের ব্যাকরণ;
তারপর একেক করে তোমার শরীরের
প্রতিটি ইঞ্চি ছুঁয়ে ছুঁয়েই
আমি হয়ে উঠি দুরন্ত অশ্বের মতো
এক কামুক পুরুষ।।