আমার নিশুতি রাতের উন্মাদ এ শরীর যেন
তোমার আশ্লেষ পেতে চায়,
তোমার চোখের ওই পিপাসিত বজ্র চাহনিতে
চায় পুড়তে আমার এই সমস্ত শরীর মন।
নিশুতি রাতের ভিখারি মেঘেরা যেন
তোমার বুকের আকাশটা জুড়ে
বৃষ্টি হয়ে ঝরতে চায় সমস্ত রাত ধরে।।
আজ তোমার সুগন্ধি যৌবন রূপের গন্ধে মাতাল পৃথিবী
মৌচাকের মধু চায় আমার এই লোলুপ ঠোঁট
সমুদ্র গভীরতায় ডুবতে চায় জলের সূর্য
অবশেষে সমুদ্র স্নান সেরে উঠে রাত্রির পাখি
তারপর মেঘ হাওয়ায় শুধুই স্তব্ধতা...।।