যে মেয়েটি ছিল একদিন লজ্জাবতী
তার খোলা চুল আজ দিগন্তে উড়ে,
দমকা হাওয়ায় যৌবনের স্বাদ পেয়ে
পাক ধরেছে ফলে আর শিকড়ে।।
আদিম খেলায় নগ্ন শরীর অন্ধকারে
প্রেম বুঝি আজ ভীষণ রকম পাপ?
ঘামের ঘ্রাণে মাখামাখি নীরব ফ্ল্যাটে
লজ্জাবতীর নষ্ট শরীর, যুগের অভিশাপ।।